আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস ২০২১ উপলক্ষ্যে গত ২৮ নভেম্বর ক্রেয়ন ম্যাগ এর উদ্যোগে রবীন্দ্র সরোবরে একটি উন্মুক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় । ‘ভেঙ্গে দাও নীরবতার পাপচক্র’ শীর্ষক এই আয়োজনে ছিল আবৃত্তি, সঙ্গীত আয়োজন, পারফরমেন্স আর্ট এবং লাইভ পেইন্টিং ৷ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে দোতারা বাজাই। নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা তৈরীর অংশ হিসেবে গনস্বাক্ষর কর্মসূচী সবার দৃষ্টি আকর্ষন করেছে।
রবিবার বিকেল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দোতারা বাজাই এর শুভাকাংখী ও সদস্যরা অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। অনুষ্ঠান শুরু হবার ঠিক আগ মুহুর্তে আমাদের সাথে যোগ দেন সবার প্রিয় শিল্পী আরিফ বাউল। দোতারা বাজাই এর পরিবেশনার মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। দোতারা বাজাই এর যন্ত্রশিল্পীদের মধ্যে সুমন হোসেন, মারুফ মৃন্ময়, মেহেদী হাসান সিফাত এবং হাসানুর রহমান পরিবেশনায় অংশগ্রহন করেন। তালযন্ত্রে সংগত করেন দোতারা বাজাই এর অন্যতম কনিষ্ঠ সদস্য ধ্রুব।
শিল্পীরা যন্ত্রসংগীতের মাধ্যমে শুরুতেই অনুষ্ঠান মাতিয়ে দেন। অনুষ্ঠানের শেষ পর্বে গান পরিবেশন করেন মারুফ মৃন্ময়, শাহজালাল মিয়াজি, সাজ্জাদ হোসেন পিয়াস, সাধান সরকার। পুরো অনুষ্ঠানের মূল আকর্ষন ছিলেন আমাদের সবার প্রিয় আরিফ বাউল। প্রতিটি গানের পরই ( ওয়ানস মোর …… ) অনুরোধ আসতে থাকে।
অনুষ্ঠানে আগত সকল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা। সামনের দিনগুলোতে আবার দেখা হবে সেই প্রত্যাশা সকলের।
ধন্যবাদ।