৫০০০ সদস্য পূর্তি উপলক্ষ্যে সী শেল পার্কে দোতারা আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দোতারা বাজাইয়ের উদ্যোগে গ্রুপের ৫০০০ সদস্য পূর্তি উপলক্ষ্যে গত ১০ জানুয়ারি ২০২১ রোজ রবিবার, বিকাল ৪ টায় পূর্বাচল ৩০০ ফিটের সী শেল পার্কে দোতারা আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এল জি আর ডি মন্ত্রণালয়ের উপসচিব জনাব নাসিরুদ্দিন এবং বাংলাদেশ দূতাবাস নেপালের কাউন্সেলর জনাব মাসুদ আলম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এর অধ্যাপক জনাব জাহিদুল কবির লিটন, নাট্য ব্যক্তিত্ব জনাব সাজু খাদেম সহ দোতারা বাজাই গ্রুপের আরও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে দোতারা বাজাই গ্রুপের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পরিচালনা করা হয়। বাংলাদেশ বেতার, টেলিভিশনে সনামধন্য শিল্পীগণ দোতারায় গান ও যন্ত্রসংগীত পরিবেশনা করে অনুষ্ঠানকে মাতিয়ে রাখেন। অনুষ্ঠানে উল্লেখযোগ্য পরিবেশনা ছিল দোতারা বাজাই গ্রুপের সদস্যদের দোতারার যন্ত্রসংগীত। ব্যাংলাদেশ টেলিভিশনের যন্ত্রশিল্পী অনুপম বিশ্বাসের নেতৃত্বে দোতারা বাজাই গ্রুপের সদস্য মাসুদ আলম, জাহিদুল কবির লিটন , গোলাম পাঞ্জাতন , মেজবাহ উদ্দিন কোমল, দিলীপ কুমার শীল, সুমন শীল, ফাহিমা আহমেদ শিফা, মাসফিক সোয়াদ , তারেক আলী, মোঃ শাহাদাত হোসেন, শিশু শিল্পী সায়ান , সুমন হোসেন, স্বপন হোসেন, মনজু হোসেন এর একক এবং দলীয় দোতারা পরিবেশনা সকলকে মুগ্ধ করে।

এল জি আর ডি মন্ত্রণালয়ের উপসচিব জনাব নাসিরুদ্দিন এর দোতারা এবং জাদু পরিবেশনা সকলকে বিষ্মিত করে তুলে। এছাড়াও জাদুশিল্পী আবুল কালাম আজাদ এর জাদু পরিবেশনা অনুষ্ঠানের আনন্দকে আরো বাড়িয়ে দেন ।

পরবর্তিতে উক্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বাউল শিল্পী তৃপ্তি রিবেরু এবং দোতারা বাজাই গ্রুপের অন্যতম উপদেষ্টা এবং বাংলাদেশ দূতাবাস নেপাল এর কাউন্সেলর জনাব মাসুদ আলম।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন দোতারা বাজাই গ্রুপের উপদেষ্টা মোঃ সুলতান মাহমুদ। উক্ত অনুষ্ঠানে দোতারা বাজাই গ্রুপের যাবতীয় বিষয়াবলী পরিচালনায় সহযোগিতা করে যাওয়ার জন্য দোতারা বাজাই সাপোর্ট টিমকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দোতারা বাজাই গ্রুপের সদস্য ও স্বেচ্ছাসেবক অন্তু , তারেক আলী, ফারহান রাফিদ এবং মেহেদি হাসান হৃদয় সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

About দোতারা বাজাই

View all posts by দোতারা বাজাই →

মন্তব্য করুন