লোকসংগীতের সাথে যুক্ত কন্ঠশিল্পী, বাদক, টিউটরিয়াল ক্রিয়েটর এবং কন্টেন্ট ক্রিয়েটরদের দুর্দান্ত সব কাজগুলোকে সবার সামনে আরো সুন্দর ভাবে তুলে ধরার প্রয়াসে দোতারা বাজাই এর নতুন উদ্যোগ “দোতারা বাজাই স্টার মেম্বারশীপ প্রোগ্রাম”।
.
নির্বাচিত “স্টার মেম্বাররা” নির্ধারিত সময়ে আমাদের গ্রুপে #লাইভ অনুষ্ঠান পরিবেশন করতে পারবেন। কারো নিজস্ব গানের দল, ফেসবুক পেজ, কিংবা ইউটিউব চ্যানেল থাকলে লাইভ অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদেরকে আপনাদের উদ্যোগ সম্পর্কে জানাতে পারেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যালেনের লিংক শেয়ারিং এর মাধ্যমে আরো বেশী দর্শকদের যুক্ত করতে পারেন।
.
সংযুক্ত “স্টার মেম্বার”-দেরকে আমাদের গ্রপের অন্যান্য সকল কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে যুক্ত করতে চাই। আমাদের এই নতুন উদ্যোগ সফল করতে আপনাদের অংশগ্রহন একান্ত কাম্য। আমাদের কার্যক্রমের সাথে যুক্ত হবার লিংক: https://cutt.ly/nQ5b4bp
.
ধন্যবাদান্তে,
কৌশিক রায় / সুমন হোসেন