দোতারা বাজাই প্রতিষ্ঠার পর থেকে প্রায় তিন বছর সার্বিক কার্যক্রম বেশ খানিকটা অগোছাল ছিল। টেকনিক্যাল যোগ্যতা সম্পন্ন সদস্যদেরকে ভলেন্টিয়ার হিসেবে যুক্ত করার পরিকল্পনা করা হয়। দোতারা বাজাই এর বিভিন্ন কাজ গুলোকে প্রতিবেদন হিসেবে লেখা ছবি এবং ভিডিওর মাধ্যমে জাতীয় সংবাদপত্র কিংবা সোশাল মিডিয়ায় উপস্থাপন করা সম্ভব। দোতারা বাজাই এর ডেডিকেটেড ভলেন্টিয়ার টিম দারুন ভাবে কাজ করে যাচ্ছে।
1. মেহেদী হাসান হৃদয়
2. গোলাম নবী অন্তু
3. ফারহান উদ্দীন সরকার
4. অনিক দেব
5. ভুবন রায়
6. তানভিরুল ইসলাম
7. আকিয়া পারভীন বৃষ্টি
8. মোঃ তারেক আলী
কোন প্রোগ্রামের প্রস্তুতি নেয়া হলে প্রচার প্রচারনার প্রথম ধাপে সোশাল মিডিয়াতে আমরা খবর প্রচার করতে থাকি, তার জন্য পরিচ্ছন্ন এবং আকর্ষনীয় ডিজাইনে লেখা বিজ্ঞাপন তৈরী করা দরকার হয়। এছাড়া বিভিন্ন প্রোগ্রামে ব্যানার এবং পোস্টার ছাপাতে হয়। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেলের থাম্বনেইল তৈরী করা প্রয়োজন হয় মাঝে মাঝেই। এই সমস্ত বিষয় দেখাশোনার জন্য নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করছেন মেহেদী হাসান হৃদয় এবং গোলাম নবী অন্তু। আমাদের ভলেন্টিয়ারদের নিরলস পরিশ্রমে দোতারা বাজাই এর ব্রান্ডিং আগের চাইতে অনেক বেশী আকর্ষনীয় হয়েছে।
দোতারা বাজাই এর বিভিন্ন প্রোগ্রামে ভিডিও ধারন করা হয়, সেগুলো যাচাই বাছাই করে প্রফেশনাল মানের ভিডিও হিসেবে উপস্থাপন করার জন্য ভিডিও এডিটিং কন্সালটেন্সি জরুরী ছিল। কনসালটেন্ট হিসেবে ফারহান উদ্দীন সরকার যোগ দেন স্বেচ্ছাসেবক টীমে। ইউটিউব চ্যানেল ছাড়াও ফেসবুক পেজ এবং দোতারা বাজাই গ্রুপে মাঝে মাঝেই দারুন সব ভিডিও পোস্ট করা হচ্ছে। আমারা আমাদের কাজের বাইরে আমাদের শুভাকাঙ্ক্ষীদেরকেও সহযোগীতা করে যাচ্ছি।
দোতারা বাজাই এর বিভিন্ন নোটিশ প্রতিবেদন লেখার জন্য নিয়মিত ভাবে ডেডিকেটেড সহযোগী দরকার ছিল। দোতারা বাজাই এর শুরু থেকে আমাদের অনেকেই এই দায়িত্ব পালন করেছেন। পরবর্তিতে অনিক দেব ও মোঃ তারেক আলী স্বেচ্ছাসেবক সদস্য হিসেবে যুক্ত হন এবং নিয়মিত ভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছেন।
এছাড়া তানভিরুল ইসলাম ও ভুবন রায় দোতারা বাজাই এর যেকোনো উদ্যোগ বাস্তবায়নে কার্যনির্বাহী সদস্যদের সহায়তা প্রদান করে থাকেন।